ভালুকা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভালুকার কৃতী সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সাবেক নৃত্য সম্পাদক মোঃ আলিমুজ্জামান আলীম।
গত ২৬ এপ্রিল (শনিবার) জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন ৮৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। কমিটিতে খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন সভাপতি এবং সাব্বিরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আলিমুজ্জামান আলীম বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন এবং যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবীর প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলিমুজ্জামান আলীম
বলেন,
“আমি দল ও সংগঠনের প্রতি শতভাগ আনুগত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। দলীয় আদর্শে বিশ্বাসী থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাব।”কমিটির অনুমোদন পত্র। ৭নং ক্রমিকে সহ-সভাপতি পদে আলিমুজ্জামান আলীম ।
No comments:
Post a Comment