একুশে মিডিয়া, ডেস্ক:
বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবন্ধী আবদুল মুনাফের গোয়ালঘরসহ দুইটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২.৩০টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে, আমিনা বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাত ২.৩০টার দিকে হঠাৎ করে প্রতিবন্ধী আবদুল মুনাফের গোয়ালঘরে আগুন লেগে গেলে স্থানীয়রা তা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরসহ গোয়ালঘরে থাকা মালামাল এবং দুইটি গবাদি পশু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী আবদুল মুনাফ বলেন, "প্রতিদিনের মতো শনিবার রাতে আমি ১০টা নাগাদ ঘুমিয়ে পড়ি। রাত ২.২০টার দিকে স্থানীয়দের চেঁচামেচিতে ঘুম ভেঙে দেখি আমাদের গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি প্রতিবন্ধী হওয়ায় গোয়ালঘরে থাকা গবাদি পশু গুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। অনেক চেষ্টা করেও আমার শেষ সম্বল গবাদি পশুগুলো পুড়ে ছাই হয়ে গেছে।"
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘর এবং গবাদি পশু পুড়ে অন্তত ২ থেকে ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কিসে হয়েছিল তা এখনও জানা যায়নি।
খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার জানিয়েছেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে সার্বিক সহযোগিতার জন্য।"
No comments:
Post a Comment