চট্টগ্রামে ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 17 April 2025

চট্টগ্রামে ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম: নগরের কুখ্যাত ডাকাত দলের প্রধান আরিফ হোসেনকে থানা থেকে লুট হওয়া অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর আস্তানায় তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি .৬৫ মি.মি. পিস্তল ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছেন, উদ্ধার করা অস্ত্র গুলি ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল। তবে তার কাছে আরও অস্ত্র গোলাবারুদ আছে কিনা, সে বিষয়ে তিনি এড়িয়ে যাচ্ছেন।

ওসি আরও জানান, থানা লুটের ঘটনায় দায়ের হওয়া মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। আবেদন মঞ্জুর হলে রিমান্ডের আবেদনও করা হবে। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে পর্যন্ত ডাকাতি, ছিনতাই চাঁদাবাজির মোট ১৩টি মামলা রয়েছে। তবে আরও মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি বারিক বিল্ডিং এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. আহলাত ইবনে জামিল এসআই মো. নজরুল ইসলাম ছুরিকাঘাতে আহত হন। ওই অভিযানে তিন ছিনতাইকারী মো. তারেক, মো. জুয়েল জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হলেও দলের প্রধান আরিফ সেদিন পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages