একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহপাড়া গ্রামে এক যুবদলকর্মীকে ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাসায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)। তিনি ওই এলাকার আবদুল মোতালেবের ছেলে।
দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসে থাকার পর গত বছরের অক্টোবর মাসে তিনি দেশে ফেরেন।
বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরীতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী ঘরে ঢুকে মুহাম্মদ মানিককে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
সন্ত্রাসীরা একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, এবং রাজনৈতিক প্রেক্ষাপটসহ সবদিক বিবেচনায় রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
No comments:
Post a Comment