ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে শিক্ষক সমাজের মানববন্ধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 20 April 2025

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে শিক্ষক সমাজের মানববন্ধন

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। রোববার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

মানববন্ধনে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষক।
এসময় বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফাতিমা ফারহানা এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা।

বক্তারা জানান, গত ২৮ জানুয়ারি সরকার থেকে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
এতে করে সারাদেশের ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক সমাজ চরম হতাশা ক্ষোভের মধ্যে দিন পার করছেন।

তারা বলেন, “সরকার যদি দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না করে, তবে ভবিষ্যতে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষক নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয়করণ শুধু শিক্ষকদের আর্থিক নিরাপত্তাই নয়, বরং দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের জন্যও জরুরি।
তারা সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages